যৌন সংক্রমন, এস টি ডি বা এস টি আই বলে ডাকা হয়, হল গিয়ে এমন সংক্রমন যা যৌনতার মাধ্যমে ছড়ায়। আপনি নানান রকম এস টি আই-এর সম্মুখীন হতে পারেন, যেটা নির্ভর করে আপনি কেমন ভাবে বা কি কি যৌন ক্রিয়া করেন তার উপর।
আলাদা আলাদা এস টি আই আলাদা আলাদা ভাবে ছড়াতে পারে। গনোরিয়া বা ক্ল্যামিডিয়ার মত এস টি আই শরীরের তরলের মাধ্যমে ছড়ায়, যেমন বীর্য, পায়ু বা যোনি পথের তরলের মাধ্যমে। অন্য এস টি আই, যেমন সিফিলিস বা হার্পিস, ত্বকের সাথে ত্বকের সংস্পর্শে ছড়ায়।
কখনো কখনো আপনি বা আপনার সঙ্গীরা কোনো লক্ষন ছাড়াই এস টি আই সংক্রমনের শিকার হয়ে থাকতে পারেন। কেবল মাত্র কাউকে দেখে সে যে সংক্রমিত হয়েছে এটা বোঝা যায় না, সবচেয়ে ভাল হল আপনার সঙ্গীদের সাথে শেষ কখন রক্তপরীক্ষা করেছেন সে ব্যাপারে আলোচনা করা, বা একসাথে গিয়ে রক্তপরীক্ষা করিয়ে আসা যৌন সম্পর্ক শুরু করার আগে।
এটা মনে রাখবেন যে যৌন সংক্রমণ হওয়া মানে এটা নয় যে আপনি বেখেয়ালি মানুষ। বেশিরভাগ লোকেরই জীবনের কোন না কোন সময়ে একটা না একটা যৌন সংক্রমন হয়, এবং বেশিরভাগেরই চিকিৎসা বা লক্ষণ নিয়ন্ত্রণ করা সহজ। নিয়মিত পরীক্ষা করানো এবং সংক্রমণ আটকানোর ব্যাপারে যত্নশীল হওয়া আপনাকে আপনার ঝুঁকি কমাতে সাহায্য করবে।
বিশেষ সংক্রমনের জন্য এই রিসোর্সটি পড়ে দেখুন (ইংরেজি এবং স্প্যানিশে পড়তে পারবেন।)