সেক্স টয়, ল্যুব বা কন্ডোম-জাতীয় অন্তরায়মূলক পদ্ধতির বিকল্পএর প্রয়োজন নানা কারনে হতে পারে। এগুলো পাওয়া সবসময় হয়ত সম্ভব নয়, বা হয়ত আপনি আপনার পরিবারের সঙ্গে থাকেন, বা হয়ত এমন জায়গায় থাকেন যেখানে কিছু কিছু টয় ব্যবহার করলে আপনার যৌন পরিচয় প্রকাশ পেয়ে যেতে পারে। বা হয়ত আপনি রূপান্তরকামী এবং আপনার শরীর অনুযায়ী বা আপনি হয়ত যে যৌনক্রিয়ায় অভ্যস্ত সেই রকম অন্তরায় পদ্ধতি হয়ত পাওয়া যাচ্ছে না।
আপনার যাই অবস্থা হোক না কেন, যে জিনিস যে উদ্দেশ্যে তৈরী, তাকে সেই ভাবেই ব্যবহার করা সবচেয়ে ভাল। মানে সবচেয়ে ভাল শিশ্নবলয় বা কক রিং কিন্তু সেইটা যেইটা শিশ্নবলয় বা ককরিং হিসেবেই তৈরী হয়েছে। আর সবচেয়ে ভালো নিরোধ বা অন্তরায় পদ্ধতি কিন্তু কন্ডোম আর ডেন্টাল ড্যাম (এক ধরনের পরিচ্ছদ যা মুখ মৈথুন এর সময় ব্যবহার করা যেতে পারে।) তবে, কিছু কিছু বিকল্প আছে যেগুলো সঠিক ভাবে ব্যবহার করলে নিরাপদ।
বিকল্প সেক্স টয় (যৌন ক্রিড়ানক)
নিজেদের বাড়িতে সেক্স টয়ের বিকল্প পাওয়ার নানান সম্ভাবনা রয়েছে। তবে যাই খুঁজছেন না কেন - ডিল্ডো বা কক রিং বা অন্যান্য সামগ্রী, সেগুলি থেকে কোন বিপদ হতে পারে কিনা ব্যবহার করার সময়, সে ব্যাপারে সাবধান হওয়া উচিৎ।
যদি কোন ঘরোয়া জিনিসকে ডিলডো হিসেবে ব্যবহার করেন, সেগুলোকে কন্ডোম দিয়ে ঢেকে তবেই ব্যবহার করা উচিৎ সংক্রমণ ঠেকানোর জন্য। নানান সবজি বা ব্রাশের হাতল সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয়। সব্জির ত্বক কিন্তু মসৃণ নয়, কন্ডোমে ছোট ছোট ফুটো হয়ে সংক্রমন ঘটতে পারে। পায়ুপথে যাই ঢোকানো হোক না কেন, তার গোড়ার দিকটা আগার তুলনায় বড় হওয়া উচিৎ যাতে ভিতরে গিয়ে আটকে না যায়।
ভাইব্রেটর জাতীয় যা যা জিনিস ব্যবহার করছেন, যেমন ফোন বা বৈদ্যুতিক টুথব্রাশের হাতল, এটা নিশ্চিত করে নেবেন যে সেগুলো যেন জলরোধক হয়। সবসময় এগুলোর সঙ্গে কন্ডোম ব্যবহার করা উচিৎ আর শরীরের বাইরের অংশতেই কেবলমাত্র ব্যবহার করা উচিৎ।
কক্ রিং আপনার কাছেই আছে এরকম জিনিস দিয়ে বানানো যায়। এমন কন্ডোম যেটি পায়ু বা যোনি পথে পরানো হয়, তার গোড়ার প্লাস্টিক যে বলয় সেটিকে কক রিং হিসেবে ব্যবহার করা যেতে পারে। কক রিং অল্প সময়ের জন্যই পরা উচিৎ এবং শক্ত জিনিসের তৈরি যেন না হয়, যাতে উত্থিত শিশ্ন (ইরেকশন) থেকে খুলে ফেলা যায় সহজেই। যদি খুলতে অসুবিধা হয় তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন।
বালিশ বা মোজা জাতীয় জিনিস খুব সহজেই ম্যাস্টার্বেশন স্লিভস, কাপড়এর ক্লিপ কে নিপল ক্ল্যাম্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, কাঠের চামচ বা হাতা ইত্যাদি বন্ডেজ এবং ইম্প্যাক্ট ক্রীড়ার জন্য ব্যবহার করা যেতে পারে। অন্যান্য সেক্স টয় বিকল্পের মতই, এগুলো ব্যবহার করার সময় সম্ভাব্য ঝুঁকির সম্বন্ধে ওয়াকিবহাল থাকা উচিয় এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করা উচিৎ।
সেক্স টয় বিকল্পগুলি ব্যবহার করার সময় যা যা মনে রাখা উচিৎ, সেগুলি হলঃ কোনোকিছু ধারালো বা বৈদ্যুতিক জিনিস শরীরের ভেতরে ঢোকানো উচিৎ নয়; প্রত্যেকটি জিনিস ব্যবহারের সময় কন্ডোম ব্যবহার করা উচিৎ। আর যে জিনিস ভেতরে থাকাকালীন সহজেই ভেঙে যেতে পারে, সেগুলো ব্যবহার করা উচিৎ নয়।
ল্যুব এর বিকল্প
ল্যুব যৌন ক্রিয়ার পক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সংক্রমণ কমানোতে সাহায্য করে আর স্বস্তিদায়ক। যদি ল্যুব না থাকে, তাহলে বিকল্প প্রচুর আছে। থুতু, নানান দৈনন্দিন ব্যবহৃত জিনিস ল্যুবের বদলে ব্যবহার করা যায় - রিফাইনারি২৯ এর কাছে একটা ভাল তালিকা আছে ল্যুব এর বিকল্পের - এখানে ক্লিক করুন।
যদি গর্ভাবস্থা বা যৌন সংক্রমন আটকানোর জন্য কন্ডোম ব্যবহার করছেন যৌন ক্রিয়ায়, তাহলে ল্যুবের বিকল্পটি তে যেন তেল জাতীয় কিছু না থাকে।তেল কন্ডোমকে নষ্ট করে দিয়ে অকেজো করে দেয়।
ল্যুব আর ল্যুব এর বিকল্পের ব্যাপারে আরো জানতে হলে, সেন্টার ফর সেক্সুয়াল প্লেজার অ্যান্ড হেলথ গাইড এর ল্যুব এর ওপর তথ্য দেখুন এখানে।
অন্তরায় পদ্ধতির বিকল্প
কন্ডোম বা ডেন্টাল ড্যামের মত জিনিস, যেগুলো দুটো শরীরের মধ্যে একটা অন্তরায় হয়ে সুরক্ষা দেয়, এগুলোর বিকল্প পাওয়া মুশকিল। কন্ডোম বা ডেন্টাল ড্যাম না থাকলে, কোন বিকল্প ব্যবস্থা বানানোর চেষ্টা না করাই ভাল।
প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক র্যাপ কে প্রবেশ মূলক যৌন ক্রিয়ার সময় কন্ডোম হিসেবে ব্যবহার না করাই উচিৎ। কন্ডোমের কাজই হল যৌন তরল-জাতীয় পদার্থ কে ধরে রাখা। তাই, এরকম জিনিস থেকে যেমনতেমন কন্ডোম বানিয়ে নেওয়া সংক্রমন বা গর্ভধারণ থেকে নিরাপত্তা দিতে সক্ষম নয়।
তবে, রোল-অন কন্ডোম, লেটেক্সযুক্ত/লেটেক্সমুক্ত গ্লাভস, বা মাইক্রোওয়েভ করা যাবেনা এমন প্লাস্টিক র্যাপারকে ডেন্টাল ড্যাম এর বদলে ব্যবহার করা যেতে পারে পায়ু বা যোনিকে ঢেকে মুখ মৈথুন করার জন্য। এগুলো ব্যবহার করার সময় এটা মাথায় রাখা উচিৎ যে প্লাস্টিক র্যাপ থেকে শ্বাসরোধ হওয়ার ঝুঁকি আছে।
অন্যান্য বিকল্পগুলির মতই, এই জিনিসগুলোকে কন্ডোম হিসেবে ব্যবহার করা যাবে না এবং যৌন সংক্রমণ বা গর্ভাবস্থার বিরুদ্ধে সতর্কতা হিসেবেও ব্যবহার করা যাবে না।
যদি আপনার কোন প্রশ্ন থাকে, সেক্স টয়, ল্যুব বা অন্তরায় পদ্ধতির বিকল্পগুলি নিয়ে, প্ল্যানড পেরেন্টহুড এর স্বাস্থ্যবিষয়ক শিক্ষকদের কাছে এখানে পরামর্শ চাইতে পারেন।