গর্ভাবস্থা নিরোধের জন্য নানা উপায় রয়েছে, যেমন কন্ডোম ব্যবহার করা, নিয়মিত গর্ভ নিরোধক ওষুধ খাওয়া, এবং অন্যান্য দীর্ঘকালীন নিরোধ উপায়। কিছু লিঙ্গান্তরকামী মানুষের জন্য গর্ভধারনের কথা হয়ত শরীরের ব্যাপারে এমন চিন্তা মনে করিয়ে দিতে পারে যেটা হয়ত তাঁর পক্ষে অস্বস্তিকর, কিন্তু নিজের কাছে কি কি উপায় রয়েছে সেগুলো জেনে রাখা জরুরী, যদি গর্ভধারনের সম্ভাবনা থাকে।
গর্ভাবস্থার পরীক্ষা করা, সঙ্গীর সঙ্গে গর্ভাবস্থার ব্যাপারে আলোচনা করা, বা গর্ভনিরোধক ব্যবস্থা শুরু করা হয়ত নানা কারনে কঠিন হতে পারে। কিন্তু এগুলো করা আপনাকে আপনার যৌন স্বাস্থ্যের দায়িত্ব নিতে সাহায্য করবে।
যদি আপনি হরমোন নিয়ে থাকেন, কেবল মাত্র টেস্টোস্টেরোন বা এস্ট্রোজেন এর উপর গর্ভনিরোধের ব্যাপারে ভরসা করে থাকলে চলবে না। যদি নিরোধএর কোন প্রভাব হরমোন থেরাপির উপর আসতে পারে এরকম চিন্তা হয়, প্ল্যানড পেরেন্টহুড এর এই তালিকাটি দেখুন যেটাতে হরমোন বিহীন উপায়গুলি দেওয়া রয়েছে। দ্বিধা হলে, কোন স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন যিনি আপনাকে আপনার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে উপযুক্ত সে ব্যাপারে জানতে সাহায্য করবেন।
সুরক্ষিত যৌনতার ব্যাপারে আরো জানতে, সেফার সেক্স ফর ট্রান্স বডিস -এটি দেখুন। (ইংরেজিতে তথ্য পাওয়ার জন্য এই লিংকটি দেখুন)