চুম্বন, পারস্পরিক হস্তমৈথুন, ও ফ্রটেজ(স্পর্শনির্ভর সহবাস) এ এইচ আই ভি সংক্রমনের কোনো সুযোগ নেই - এগুলো নিরাপদ। মুখ মৈথুন, পায়ুলেহন(রিমিং), কন্ডোমসহ পায়ুকাম ( টপিং উইথ কন্ডোম/বটমিং উইথ কন্ডোম), এ এইচ আই ভি সংক্রমন এর সুযোগ খুব কম। বিনা কন্ডোমে পায়ুকামে, শিশ্নপ্রদানকারী(টপিং)র ক্ষেত্রে, বেশ ঝুঁকিপূর্ণ সংক্রমনের দিক দিয়ে, এবং গ্রহিতা(বটম) এর ঝুঁকি সবচেয়ে বেশি, সংক্রামিত হওয়ার।
এবং উপরোক্ত তথ্য কেবল এইচ আই ভির ক্ষেত্রে প্রযোজ্য। অন্য যৌনসংক্রমনের - সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামীডিয়া,বা হেপাটাইটিস এর ক্ষেত্রে নয়।