ট্রুভাডা, ডেস্কোভি বা অন্যান্য জেনেরিক ওষুধ যেমন টিডিএফ/এফটিসি প্রথম প্রথম বানানো হয়েছিল এইচ আই ভি আক্রান্ত মানুষদের চিকিৎসার জন্য, কিন্তু আমরা এখন জানি যে এইচ আই ভি বিহীন মানুষেরা সংক্রমন আটকাতে এটা ব্যবহার করতে পারেন যদি তারা ভাইরাসের কাছে কোনোভাবে উন্মুক্ত হয়ে যান। আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন এখন প্রেপ হিসেবে ট্রুভাডা এবং ডেস্কোভির ব্যবহারকে অনুমোদন করেছে। পেরু, ফ্রান্স, সাউথ আফ্রিকা, কেনিয়া, ইসরায়েল এবং কানাডার উপযুক্ত সরকারী সংস্থারাও এই দুটিকে অনুমোদন দিয়েছে৷ প্রেপের অন্যান্য ধরন যেমন ডেস্কোভি এবং জেনেরিক ধরনগুলি কিছু কিছু দেশে অনুমোদিত হয়েছে।
থাইল্যান্ড আর ব্রাজিলের মত কিছু কিছু দেশ আছে, যেখানে প্রেপ কিছু কিছু মানুষকে গবেষণার কারনে প্রেপ দেওয়া হয়। এবং অন্যান্য দেশে অ্যাক্টিভিস্টরা প্রেপ চালু করার দাবি জানাচ্ছেন কিন্তু এখন অবধি সেটা শুরু করা হয়নি।
কোন কোন দেশে প্রেপ পাওয়া যাচ্ছে, সেটা জানতে প্রেপ ওয়াচ দেখুন।