পেপ বা পি ই পি মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস। প্রেপ যেমন এইচ আই ভি বিহীন মানুষেরা সংক্রমনের আগে নিয়ে থাকেন, পেপ নেওয়া যায় সংক্রমনের ঝুঁকি আছে এরকম কোন ঘটনা ঘটার পরে। পেপ এমন একটি ওষুধ যেটি এইচ আই ভি ভাইরাসকে শরীরের মধ্যে নিজের অনুরূপ ভাইরাস তৈরিকে আটকিয়ে শরীরে বাসা বানাতে দেয় না।
গ্রেটার দ্যান এইডসের বানানো এই নব্বই সেকেন্ডের ভিডিওটি দেখুন । (ইংরেজিতে তথ্য পাওয়ার জন্য এই লিংকটি দেখুন)