প্রেপ হল এইচ আই ভি প্রতিরোধক ওষুধ। এটি এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে সবচেয়ে ফলপ্রসূ আধুনিকতম উপায় । এই ওষুধটি যদি নিয়মিত সেবন করা হয় তাহলে এইচআইভি সংক্রমণ ঠেকানোর ব্যাপারে এটা অতি সক্ষম। তবে, প্রেপ কিন্তু অন্যান্য যৌন রোগ বা সংক্রমণ আটকাতে পারে না।
আপাতত এইচ আই ভি সংক্রমণ আটকানোর জন্য মাত্র একটি ওষুধ অনুমোদন পেয়েছে, তার নাম ট্রুভাডা। এটি প্রত্যেকদিন খেতে হয়। আপাতত কেবলমাত্র এইচ আই ভি বিহীন মানুষদের জন্য প্রেপ হিসেবে কিছু কিছু দেশে ট্রুভাডা পাওয়া যায়, কিন্তু অন্যান্য দেশে খুব শীঘ্রই পাওয়া যাবে।
বিস্তারিত তথ্য জানার জন্য গ্রেটার দ্যান এইডস এর বানানো এই নব্বই সেকেন্ডের ভিডিওটি দেখুন। (ইংরেজিতে তথ্য পাওয়ার জন্য এই লিংকটি দেখুন)
Comments
0 comments
Article is closed for comments.