প্রেপ হল এইচ আই ভি প্রতিরোধক ওষুধ। এটি এইচআইভি সংক্রমণের বিরুদ্ধে সবচেয়ে ফলপ্রসূ আধুনিকতম উপায় । এই ওষুধটি যদি নিয়মিত সেবন করা হয় তাহলে এইচআইভি সংক্রমণ ঠেকানোর ব্যাপারে এটা অতি সক্ষম। তবে, প্রেপ কিন্তু অন্যান্য যৌন রোগ বা সংক্রমণ আটকাতে পারে না।
ভারতে আপাতত একমাত্র যে ওষুধটা প্রেপ হিসেবে পাওয়া যায়, সেটার নাম হল টিডিএফ/এফটিসি, যেটা প্রত্যেকদিন খেতে হয়৷ টিডিএফ/এফটিসি-র মতন অন্যান্য ওষুধ, যেমন ট্রুভাডা আর ডেস্কোভি এখন কেবলমাত্র এইচ আই ভি নেই এরকম মানুষদের জন্য প্রেপ হিসেবে ব্যবহার করবার জন্য পাওয়া যায় কিছু কিছু দেশে, কিন্তু অন্যান্য দেশেও শীঘ্রই পাওয়া যাবে৷
বিস্তারিত তথ্য জানার জন্য গ্রেটার দ্যান এইডস এর বানানো এই নব্বই সেকেন্ডের ভিডিওটি দেখুন। (ইংরেজিতে তথ্য পাওয়ার জন্য এই লিংকটি দেখুন)