সিডিসি-র মতে, যে সমকামী এবং উভকামী পুরুষরা একাধিক যৌন সম্পর্কে লিপ্ত, তাদের অন্তত তিন থেকে ছয় মাস অন্তর অন্তর যৌন সংক্রমণ এবং আইচ আই ভির জন্য পরীক্ষা করানো উচিৎ। আপনার যৌন সঙ্গীর সংখ্যা এবং আপনি কি ধরনের যৌনতার চর্যা করেন, এগুলির ওপর ভিত্তি করে, অন্তত তিন মাস অন্তর একবার করে এই পরীক্ষা করাতে পারেন।
সম্পূর্ণ ভাবে পরীক্ষা করাতে, যে যে অঙ্গ আপনি যৌনক্রিয়ার সময় ব্যবহার করেন, প্রত্যেকটির পরীক্ষা করানো উচিৎ। যদি মুখ মৈথুন (ওরাল সেক্স) করেন, তাহলে মুখের থেকে স্যাম্পল পরীক্ষা করান। যদি পায়ুসঙ্গম বা পায়ুলেহন (রিমিঙ) করান, তাহলে পায়ুর থেকে স্যাম্পল পরীক্ষা করান। সচরাচর ভাবে যৌনাঙ্গ মূত্রপরীক্ষা করানোর মাধ্যমে পরীক্ষিত হয়ে যায়।
গ্রেটার দ্যান এইডস এর বানানো এই এক মিনিটের ভিডিওটি দেখুন - আরো তথ্য পাবেন এই ব্যাপারে। (ইংরেজিতে তথ্য পাওয়ার জন্য এই লিংকটি দেখুন)