এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার যৌনতা বা সহবাসের পদ্ধতির ওপর। চিকিৎসকরা সাধারনত এইচ আই ভির জন্য পরীক্ষা করাবেন, সিফিলিস এর জন্য রক্তপরীক্ষা, এবং জননেন্দ্রিয় সংক্রমনের জন্য প্রস্রাব পরীক্ষা করাবেন। যদি মুখমৈথুন করেন, তাহলে চিকিৎসককে বলবেন মুখের থেকে স্যাম্পল/নমুনা সংগ্রহ করে পরীক্ষা করাতে যাতে মুখের কোনো সংক্রমণ থাকলে তা ধরা পড়ে। যদি পায়ুমৈথুন এ আপনি গ্রহিতা হন, মানে বটম করেন, তাহলে পায়ু থেকে স্যাম্পল/নমুনা সংগ্রহ করতে বলা উচিৎ, পরীক্ষা করানোর জন্য।
এছাড়াও, হেপাটাইটিস বি – এর জন্য অন্তত একবার রক্ত-পরীক্ষা করানো প্রয়োজন; হেপাটাইটিস সি এর জন্যও রক্ত পরীক্ষা করানো উচিৎ। বিশেষত, যদি এইচ আই ভি পজিটিভ হন, তাহলে অবশ্যই এই দুটি পরীক্ষা করানো উচিৎ।
গ্রেটার দ্যান এইডস এর বানানো এই এক মিনিটের ভিডিওটি দেখুন - আরো তথ্য পাবেন এই ব্যাপারে। (ইংরেজিতে তথ্য পাওয়ার জন্য এই লিংকটি দেখুন)