এইচ আই ভি পজিটিভ ব্যক্তিরা চিকিৎসা শুরুর সময়ে সাধারণত ভাইরাল লোড, মানে রক্তে ভাইরাসের পরিমাণ, পরীক্ষা করিয়ে নেন। পরবর্তী পরীক্ষার ব্যাপারে চিকিৎসক জানিয়ে দেবেন।
সাধারনত, যদি রক্তে ভাইরাসের অনির্ধারণীয়তা অন্ততপক্ষে ৬ মাসের বেশি হয়, তাহলে এটাই বলা হয় যে তারা যেন ৬ মাস অন্তর অন্তর একবার ভাইরাল লোড পরীক্ষা করিয়ে নেন।
বিশদ জানতে এই লিঙ্কটি দেখুন।