এটার উত্তর বেশ কঠিন। কিছু মানুষের জন্য এটা হয়ত এটা নিরাপদ নয়, বিশেষত যারা সেইসব দেশে বসবাস করছেন যেখানে পৃথক লিঙ্গপরিচয় ও যৌনসত্ত্বা আইনত দণ্ডনীয়, বা যেখানে ডাক্তার - রোগীর কথোপকথন এর গোপনীয়তা আইনত সুরক্ষিত নয়।
কিন্তু, যেখানে আমরা আমাদের স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী/কারিনীদের ভরসা করতে পারি, সে ক্ষেত্রে তারা আমাদের লিঙ্গপরিচয় বা যৌন সত্ত্বার ব্যাপারে ওয়াকিবহাল রইলে,তারা আমাদের অধিক ভালভাবে যত্ন নিতে সক্ষম হবেন। আপনার লিঙ্গপরিচয়, যৌন সত্ত্বা, সহবাসের প্রক্রিয়া ইত্যাদি জানালে তারা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করতে পারবেন।
মনে রাখবেন, যে আপনার চিকিৎসালাভের অভিজ্ঞতা কেবলমাত্র নিরাপদ, সুরক্ষিত ও আপনাকে সুস্থ করে তুলবে তা নয়, বরং পুরো চিকিৎসা যেন লজ্জা ও নিপীড়ন মুক্ত অভিজ্ঞতা হয়। যদি কোন চিকিৎসক আপনাকে আপনার যৌন সত্ত্বা বা লিঙ্গ পরিচয় বা আপনার যৌন সংসর্গ নিয়ে আপনার কাছে কোন মন্তব্য করেন, বা আপনাকে বলেন যে এগুলো ভুল বা অনুচিত, ভদ্রভাবে তাকে/তাদেরকে বলুন যে আপনি এই আলোচনায় কেবল আপনার চিকিৎসার ব্যাপারে কথা বলতে চান, অন্য কিছু নিয়ে কোন বক্তব্য বা আলোচনায় আপনি ইচ্ছুক নন।
আরো তথ্যের জন্য, গ্রেটার দ্যান এইডস দ্বারা নির্মিত এই এক মিনিট লম্বা ভিডিও টি দেখুন। (ইংরেজিতে তথ্য পাওয়ার জন্য এই লিংকটি দেখুন)